হোম খুলনাবাগেরহাট বিষ দিয়ে সুন্দরবনে মাছ ধরার সময় আটক ৫ জেলে-কীটনাশকের বোতল, মাছ ও নৌকা জব্দ 

বিষ দিয়ে সুন্দরবনে মাছ ধরার সময় আটক ৫ জেলে-কীটনাশকের বোতল, মাছ ও নৌকা জব্দ 

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ
জসিম উদ্দিন:
পৃর্ব সুন্দরবনে বন বিভাগের পৃথক দুইটি অভিযানে কীটনাশকসহ ৫ জেলেকে আটক করা হয়েছে। ওই সময় জব্দ করা হয়, নৌকা, নিষিদ্ধ জাল ও মাছ।
সোমবার(২২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, পৃর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো রেজাউল করিম চৌধুরী।  তিনি বলেন,সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি  স্টেশনের বনরক্ষীরা রবিবার   সন্ধ্যায় বন সংলগ্ন বেতমোর নদী এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় দেখতে পায় কীটনাশক দিয়ে কয়েকজন জেলে খালে মাছ ধরছেন। এ সময় ঘটনাস্থল থেকে  তিন  জেলেকে  আটক করে করা হয়। আটককৃত দের কাছ থেকে দুইটি কিটনাশকের বোতল, অবৈধ পাটাজাল, ৪০ কেজি চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হচ্ছেন,মো খলিল, আল আমিন,  মো জাহিদ। এরা সকলে বাগেরহাট জেলার শরণখোলার রায়েন্দা এলাকার বাসিন্ধা।
এদিকে শরণখোলা রেঞ্জের দুধ মখী ডলফিন অভয়ারণ্য এলাকার ভাইজোড়া খালে রবিবার বিকাকে আরো একটি  অভিযান চালায় বন বিভাগ।  এসময় কীটনাশক দিয়ে মাছ ধরার সময়   দুই জেলেকে আটক করা হয়। ওই সময় জব্দ করা হয় দুইটি নৌকা, ১ টি চরপাটা জাল, ৫ টি কীটনাশকের বোতল।   আটককৃতরা হলেন, বাবুল হাওলাদার ও  ইব্রাহীম ব্যাপারী। দুইজনের বাড়ী বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বলে জানায়, বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব জানান, আটককৃতদের   বিরুদ্ধে বন আইনে মামলার রুজু করা হয়েছে এবং মামলার আসামিদের সোমবার সকালে বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন