কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
বিশ্ব শান্তি দিবসকে সামনে রেখে কলারোয়ায় পিস ক্লাব সদস্যদের এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নযন সংস্থা রুপান্তরের আয়োজনে ও পিস কনসোর্টিয়ামের সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
পিস কনসোর্টিয়ামের প্রকল্প ম্যানেজার সামিউল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, আনসার- ভিডিপি কর্মকর্তা মোমেনা আক্তার,সহকারী আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন,এনজিও কর্মকর্তা কামরুন নাহার,আল আমিনসহ ক্লাবের সদস্যবৃন্দ।
সংলাপে, পৃথিবী থেকে যুদ্ধ,হিংসা ও আগ্নেয়াস্ত্র প্রয়োগের মতো ঘটনা মুছে ফেলতেই’ আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব শান্তি দিবস পালনের লক্ষ্যে প্রধান অতিথি ইএনও জুবায়ের হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন।
