হোম অন্যান্যসারাদেশ বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়াইলে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

নড়াইল অফিস:

১০ আগস্ট বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়াইলে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।

এসময় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,গোলাম কবীর, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ হানিফ,সাবেক অধ্যক্ষ রওশন আলী প্রমূখ।

সভায় বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কোরআন খানী, শিল্পীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আর্ট ক্যাম্প, শিশুদের নিয়ে নৌকা ভ্রমন, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উপস্থিত থাকবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন