হোম বিনোদন বিশ্ব নেতারাও জড়িত: অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক:

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এদিকে চলমান এ সংঘাতে ইসরাইলের পক্ষে সরব হয়েছেন অনেক বলিউড ও হলিউড তারকা। কয়েকদিন আগে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুদ্ধবিরতির আহ্বান জানালেও এবার তিনি বিশ্ব নেতাদের ‘এই অপরাধে জড়িত’ থাকার অভিযোগ করলেন।

গত সপ্তাহে তিনি গাজার অধিবাসীদের সহায়তা এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছিলেন তার ইনস্টাগ্রামে। এবার তিনি বিশ্ব নেতাদের নিন্দা করেছেন এবং বলেছেন এই অপরাধে তারাও জড়িত।

মার্কিন অভিনেত্রী নিন্দা করে বলেছেন, ‘আটকে পড়া জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃত বোমা হামলা চালানো হচ্ছে যাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই।’

প্রতিবেদনটি লেখার ১৮ ঘন্টা আগে অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যায়, তিনি সেখানে লিখেছেন, ‘গাজা প্রায় দুই দশক ধরে একটি উন্মুক্ত কারাগার এবং দ্রুত গণকবরে পরিণত হচ্ছে। নিহতদের মধ্যে ৪০ শতাংশই নিষ্পাপ শিশু। পুরো পরিবারকে হত্যা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৮৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যদিও বিশ্ব দেখছে এবং অনেক সরকারের সক্রিয় সমর্থনে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক – শিশু, নারী, পরিবার – সম্মিলিতভাবে শাস্তি এবং অমানবিক করে তোলা হচ্ছে, যদিও তারা খাদ্য, ওষুধ এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।”

আরও যোগ করে বলেন, ‘মানবিক যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করে এবং উভয় পক্ষের ওপর চাপিয়ে দেয়া থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবরুদ্ধ করে, বিশ্ব নেতারা এই অপরাধে জড়িত।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন