স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে প্রিলিমিনারী রাউন্ডে প্রথম হয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন।
শনিবার (১৯ আগস্ট) হাঙ্গেরীর বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে ইমরান প্রথম হয়েছেন। তিনি ১০.৫০ সেকেন্ড টাইমিংয়ে দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন।
জানা গেছে, বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে প্রিলিমিনারী রাউন্ডের তৃতীয় হিটে ইমরানুর রহমান ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন। তার সঙ্গে দৌড়ানো অন্য ৭ প্রতিযোগী তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি।
এদিকে দ্বিতীয় হওয়া মোজাম্বিকের অ্যাথলেট অনিসিও পারেইরার সময় লেগেছে ১০.৮৯ সেকেন্ড। ইমরানুরের সঙ্গে অনিসিও উঠেছেন হিটে। আজই বাংলাদেশ সময় পৌঁনে ১২টায় শুরু হওয়া হিটে নামার কথা রয়েছে ইমরানুরের। গত বছর জাতীয় অ্যাথলেটিকসে ইমরানুর ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। সেই মাইলফলক পার করে ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে উঠেছিলেন সেমিফাইনালে।
এবছর ২৩তম বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা শেষ হবে আগামী ২৭ আগষ্ট।