হোম আন্তর্জাতিক বিশ্বে অধিকারবঞ্চিত শিশুদের প্রতীক শেখ রাসেল: আরিফ মোহাম্মাদ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মাদ বলেছেন, ভবিষ্যতের সুনাগরিক হিসেবে প্রতিটি শিশুকে প্রতিষ্ঠিত করতে সবার এগিয়ে আসা উচিত। সেইসব সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিকভাবে এগিয়ে দেয়ার জন্য শেখ রাসেলকে প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সহকারী হাইকমিশন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) শহরের বনমালীপুরে আরশিকথার কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতি বছরের মতো এবারও আরশিকথা সংবাদমাধ্যমের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীসহ সংস্থার সদস্যদের নিয়ে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে শেখ রাসেল দিবস উদযাপনেরও উদ্যোগ নেয় আরশি কথা কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে বিশেষ সহযোগী হিসেবে অংশ নেয় বাংলাদেশ সহকারী হাই কমিশন।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে খাদ্য, রেশন ও শিক্ষা সামগ্রী এবং ফল মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের কর্মকর্তারা। এদিন অনুষ্ঠান শুরু হয় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর উপস্থিত সবাই শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ তার বক্তব্যে বলেন, ‘ভবিষ্যতের সুনাগরিক হিসেবে প্রতিটি শিশুকে প্রতিষ্ঠিত করতে সবার এগিয়ে আসা উচিত। সেইসব সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক ভাবে এগিয়ে দেওয়ার জন্য শেখ রাসেলকে প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সহকারী হাইকমিশন। বিশ্বে অধিকারবঞ্চিত শিশুদের প্রতীক শেখ রাসেল।’

আরশিকথা আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল আমীনসহ অন্য কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম সি কর্পোরেটর প্রফেসর ড. অলক ভট্টাচার্য, শিশু বিশেষজ্ঞ ডা. সত্যজিৎ চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সংগীত শিল্পী অমর ঘোষ, পুষ্পিতা চক্রবর্তী, অনিন্দিতা বিশ্বাস, তবলাবাদক নারায়ণ বিশ্বাস ও বৈঠকী ঘরানার সচিব হরিদাস সাহাসহ আরশিকথা পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরশিকথা পরিবারের উপদেষ্টা ড. আশীষ কুমার বৈদ্য। অনুষ্ঠানটিকে সফল করে তুলতে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরশিকথা বহুমাত্রিক সংবাদ সংস্থার প্রধান সম্পাদক শান্তনু শর্মা। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিশু শিক্ষার্থীদের খাবার দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন