হোম বিনোদন বিশ্বের সেরা ‘কুমারী’ উর্বশী!

বিনোদন ডেস্ক:

একসঙ্গে দুই আন্তর্জাতিক খেতাব জিতলেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা। আর তাই অর্জনের মুকুটে তার সম্প্রতি যুক্ত হয়েছে নতুন দুই পালক।

১৯৯৪ সালে জন্ম নেয়া এ বলি সুন্দরী এখন জীবনের ২৯ বসন্ত পার করছেন। আর এ মুহূর্তেই সুখবর পেলেন বিশ্বের সেরা ‘কুমারী’ তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর সে মঞ্চেই টাইটল খেতাব জিতেছেন অভিনেত্রী। এ হিসেবে সারা বিশ্বে এখন সেরা বিবাহযোগ্য কাঙ্খিত নারী তিনি।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে আরও জানা যায়, শুধু তাই নয়, গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হয়েছে উর্বশীকে। একসঙ্গে দুই আনন্দ তাই নিজের ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলি এ সুন্দরী।

এ দুই খেতাব জেতার আগে বিশ্ব চলচ্চিত্র উৎসব কানে অসাধারণ লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। যা দেখে মুগ্ধ হয়েছিল উর্বশী ভক্ত ও নেটিজেনরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন