নড়াইল অফিস :
নড়াইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হলো বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী ।
১০ আগস্ট রোববার নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাপাড়ের মাছিমদিয়া গ্রামে সুলতান কমপেক্সে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো- কোরানখানি, মিলাদ মাহফিল, শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, আলোচনা সভা ।
এ সময় জেলা প্রশাসন মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন মোঃ ফকরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামা,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাধারণ সম্পাদক এড,মোঃ আজিজুল ইসলাম, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে দুপুরে জেলা প্রশাসক সুলতানের পালিত কন্যা অসুস্থ নিহার বালাকে দেখতে যান এবং নগত ৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও প্রতিমাসে ৫ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন এবং যে কোন সমস্যায় যোগাযোগ করতে বলেন।
উল্লেখ্য, বিশ্বনন্দিত চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট মেসের আলী ও মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিষ্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
শিল্পী এসএম সুলতান দূরারগ্য নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।=
