স্পোর্টস ডেস্ক:
ভারত বিশ্বকাপের আমেজ শেষ না হতেই নতুন নিয়ম নিয়ে হাজির হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যে নিয়মে বাড়তি চাপে থাকবে ফিল্ডিং দল।
মন্থর বোলিং কমিয়ে আনতে আগেই নিয়ম জারি করেছিল আইসিসি। যে নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে শাস্তি পেতে হতো ফিল্ডিংয়ে থাকা দলকে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও একাধিক দলকে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হয়েছে। কিন্তু সময়ের অপচয় কমিয়ে আনার যে চেষ্টা, সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি। সে সমস্যা সমাধানে এবার আরও একটি নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি।
একটি দল নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে ঠিক কত সময় নিচ্ছে, তা নিশ্চিত করতে স্টপ ওয়াচ ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি। আপাতত পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে স্টপ ওয়াচ। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সব ওয়ারডে এবং টি-টোয়েন্টি ম্যাচে ব্যবহার করা হবে এ স্টপ ওয়াচ। দেখা হবে নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে দলগুলি ঠিক কত সময় ব্যয় করছে। বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদে হওয়া আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, প্রতিটি ওভার শেষ হওয়ার ১ মিনিটের মধ্যে পরের ওভার করার জন্য প্রস্তুত হতে হবে ফিল্ডিংয়ে থাকা দলকে। স্টপ ওয়াচে মাপা হবে দুই ওভারের মাঝের সময়ও। দুটি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নিলেই সংশ্লিষ্ট দলকে শাস্তি পেতে হবে। তিন বার এমন ঘটনা ঘটলে, ৫ রান পেনাল্টি হিসাবে দেয়া হবে ব্যাটিং করা দলকে। আইসিসি মনে করে, নতুন এই নিয়ম দুই ওভারের মাঝে ক্রিকেটারদের সময় নষ্ট করার প্রবণতা কমাবে। তাতে বৃদ্ধি পাবে খেলার গতি।
এদিকে বৈঠকে মন্থর বোলিংয়ের প্রবণতা কমানোর পাশাপাশি পিচ এবং আউটফিল্ডের মানের সার্বিক উন্নয়নের উপরেও গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া লিঙ্গ রূপান্তরকারী খেলোয়াড়দের নিয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেউ পুরুষ হিসেবে বয়ঃসন্ধিকালীন সময় অতিক্রম করলে তাকে পরবর্তীকালে আর নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করতে দেয়া হবে না।