খেলাধূলা ডেস্ক:
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপের টিকিটের জন্য বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। বাছাইপর্বকে সামনে রেখে শুক্রবার (৯ জুন) দল ঘোষণা করেছে তারা।
জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অংশ নেবে মোট ১০টি দল। ১৮ জুন থেকে শুরু হবে এই পর্বের খেলা, চলবে ৯ জুলাই পর্যন্ত। যদিও এখনও সূচি ঘোষণা করা হয়নি। তার আগেই দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হয়েছেন জনসন চার্লজ।
ওয়েস্ট ইন্ডিজ আগেই নিজেদের দল ঘোষণা করেছিল। এবারের দলে পরিবর্তন এনেছে তারা। বাঁ হাতি স্পিনার গুদাকেশ মতির পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন ওপেনিং ব্যাটার চার্লজ।
নেপাল, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ের সঙ্গে কোয়ালিফায়ার রাউন্ডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ‘এ’ গ্রুপে রয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের দল তাদের গ্রুপের প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল বিশ্বকাপের টিকিট পাবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, জনসন চার্লজ, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, কিমো পল, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।