বাণিজ্য ডেস্ক :
বিশ্ব কাঁপছে বিশ্বকাপে। কাতারে চলছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ ২০২২। সেই উন্মাদনার রং লেগেছে বাংলাদেশেও।
বিশ্বকাপ খেলতে না পারলেও ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমী এরই মধ্যে তাদের পছন্দের দলের পতাকা দিয়ে বাড়িঘর, অফিস ও দোকান সাজিয়েছেন। রাস্তার পাশের উন্মুক্ত দেয়ালে আঁকা হয়েছে প্রিয় দলের পতাকার ছবি।
ভিন্ন দলের সমর্থকদের সঙ্গে পাড়ায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তিতর্কেও মেতেছেন বিভিন্ন দলের ভক্তরা। পছন্দের দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্থানে মিছিল ছাড়াও মোটরবাইক শোভাযাত্রা হচ্ছে। আর এই বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে বাংলালিংক নিয়ে এসেছে ‘হোক উল্লাস, হোক বাংলামি’ ক্যাম্পেইন।
সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক অনলাইন গেম ‘বাংলামি হেড জাগলি‘ লঞ্চ করা হয়েছে। অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক এই অনলাইন গেম খেলে প্রিয় দলের হয়ে হেড জাগলিং করে স্কোর করা যায়। প্রিয় দলের হয়ে টপ স্কোর করার সুযোগ পেয়ে দারুণ উদ্বেলিত সারা দেশের ফুটবলপ্রেমীরা।
চলতি ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের উৎসাহ ও উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতেই এই এক্সাইটিং গেম লঞ্চ করা হয়েছে। গেমটি লঞ্চ এবং এক্সিকিউশন করেছে বাংলালিংকের মিডিয়া বায়িং পার্টনার স্টারকম বাংলাদেশ।
বাংলালিংক ডিজিটাল-এর ফেসবুক পেজে শেয়ার করা লিংকে ক্লিক করে প্রিয় দলের হয়ে হেড জাগলিং-এ টপ স্কোর করে আকর্ষণীয় গিফট জেতার সুযোগ পাবেন দর্শক। গিফট জিততে ব্যবহারকারীদের গেমটি খেলে রেজাল্ট-এর ছবি নিজ টাইমলাইনে পোস্ট করতে হবে। পোস্ট করার সময় অবশ্যই হ্যাশট্যাগ #HokBanglami #BanglamiJuggling ব্যবহার করতে হবে।
পোস্টের প্রাইভেসি অবশ্যই পাবলিক রাখতে হবে। পোস্টে সর্বোচ্চ রিঅ্যাকশন-এর ভিত্তিতে ১০ জন বিশ্বকাপ ফাইনালের দিন বাংলালিংক গালা ইভেন্টের ভিআইপি পাস পাবেন।
১০ ডিসেম্বর এ গেমে অংশ নেয়ার সময় শেষ হবে।
https://www.facebook.com/fbcameraeffects/tryit/858443238523054 লিংকে ক্লিক করে এক্সাইটিং বাংলামি হেড জাগলিং গেমটি খেলতে পারবেন সারা দেশের ফুটবলপ্রেমীরা।