হোম Uncategorized বিশ্বকাপ জিততে ভারতের ভাগ্যের প্রয়োজন হবে :সুনীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক:

গত এক দশক ধরে আইসিসির কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ভারত। এবারের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ফেবারিটের পাল্লাটাও তাদের দিকেই রয়েছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, বিশ্বকাপ শিরোপা জিততে ভারতের দরকার হবে ভাগ্যের।

দুইবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে শিরোপা উঁচিয়ে ধরেছিল ম্যান ইন ব্লুরা। এরপর ২০১১ সালে ঘরের মাঠে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতেন তারা।

২০১১ সালে ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। অধিনায়ক হিসেবে ধোনির যাত্রা শেষ হওয়ার পরই কুফা লেগেছে ভারতের শিবিরে। একের পর এক আইসিসি টুর্নামেন্টে ফেবারিট হওয়ার পরও শিরোপার স্বাদ পায়নি ভারত।

এবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। বরাবরের মতো তারাই টুর্নামেন্টে হট ফেবারিট। তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, বিশ্বকাপ জেতার জন্য ভারতের প্রয়োজন ভাগ্যের।

বিশ্বকাপের প্রচারমূলক এক ইভেন্টে গাভাস্কার বলেন, ‘আমাদের অনেক প্রতিভা আছে। তবে নকআউট পর্বে আমাদের কিছুটা ভাগ্যের প্রয়োজন রয়েছে। আগের সব নকআউট পর্বের খেলাতে একটু লক্ষ্য করলে দেখবেন, আমরা অনেক দুর্ভাগা ছিলাম।‘

ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার আরও বলেন, ‘গত বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচটি দ্বিতীয় দিনে চলে গিয়েছিলো। সেই ম্যাচটি যদি প্রথম দিনেই হতো, তাহলে গল্পটা ভিন্ন হতে পারত। কারণ পরের দিন কন্ডিশনটা পেস সহায়ক ছিল। ফলে আমার মনে হয়, ম্যাচের দিন আমাদের ভাগ্যের প্রয়োজন হবে।‘

সম্পর্কিত পোস্ট

মতামত দিন