হোম খেলাধুলা বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না উইলিয়ামসন

খেলাধূলা ডেস্ক:

চোটের সঙ্গে অনেক আগে থেকেই লড়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। ২০২৩ সালের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। এরপর তার পায়ে অস্ত্রোপচার করানো হয়। তবে পরে জানা যায়, চলতি বছর হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে এখনও বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না কিউই দলের সেরা এই ব্যাটার।

সোমবার (২৬ জুন) উইলিয়ামসন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এ মুহূর্তে সপ্তাহ ধরে ধরে এগোনোর বিষয়টি ঠিক রাখছি। এর আগে এত বড় ও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার মতো কোনো ইনজুরিতে পড়িনি। এসব ইনজুরিতে বেশি দূরে তাকিয়ে এগোলে অনেক সময় হীতে বিপরীত হয়।’

এদিকে নিজের চোট নিয়ে বেশ গবেষণা করেছেন উইলিয়ামসন। কথা বলেছেন রাগবি খেলোয়াড়দের সঙ্গে, নিজের চোট সম্পর্কে জানতে গুগলেরও সাহায্য নিয়েছেন। কেন উইলিয়ামসন বলেন, ‘আমিই প্রথম নই, শেষও নই (এ চোটে পড়া খেলোয়াড়)। এটা আসলে প্রক্রিয়া ধরে কাজ করে যাওয়ার ব্যাপার।’

তবে এই ইনজুরির সঙ্গে লড়াই করে জয়ী হতে চান কিউইদের দুবার ফাইনালে তোলা এই ক্রিকেটার। উইলিয়ামসন বলেন, ‘ফিজিও, ট্রেনারদের সঙ্গে জিম সেশনগুলো ভালো যাচ্ছে। আরও কিছু ব্যক্তির সঙ্গে ফিরে আসার প্রক্রিয়ায় কাজ করছি। অবশ্যই, নেটে (বিশ্বকাপের আগে) ফেরার বিষয়ে খুবই আশাবাদী।’

গত দুই বিশ্বকাপে নিউজিল্যান্ডের অন্যতম ভরসা ছিলেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসনের নেতৃত্বে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ খেলেছে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপটি তো প্রায় জিতেই নিয়েছিল কিউইরা। এদিকে উইলিয়ামসন জানিয়েছেন, যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না-ই খেলতে পারেন, তবে দলের মেন্টর হয়ে দলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপের জন্য আগামী আগস্টে দল ঘোষণা করতে পারে নিউজিল্যান্ড। তার আগে উইলিয়ামসন সুস্থ হলে দলে জায়গা পাবেন তিনি। না হয়, দলের সেরা ব্যাটারকেই বাদ দিয়ে দল ঘোষণা করতে হবে নিউজিল্যান্ডের। এরই মধ্যে নিউজিল্যান্ড দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন