হোম খেলাধুলা বিশ্বকাপের ১০০ দিন আগেই শেষ সাড়ে ৬ লাখ টিকিট

খেলার সংলাপ :

নারী বিশ্বকাপ ২০২৩ এর ১০০ দিনের ক্ষণগণনার শুরুতেই সুখবর দিয়েছে ফিফা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এ আসরের এরইমধ্যে সাড়ে ৬ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ২০ জুলাই ৩২ দল নিয়ে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের নবম আসর। এরইমধ্যে ফিফা জাঁকজমকপূর্ণ আসরটির ক্ষণগণনা শুরু করে দিয়েছে।

১০০ দিনের ক্ষণগণনার দিন ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা বলেন, ‘এই বছর ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা নারী বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য ফিফার।’
 
এবারের আসরে ১৫ লাখ টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ফিফার। এরমধ্যে সাড়ে ৬ লাখ টিকিট বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন তারা।
 
বিশ্বকাপের উদ্বোধনী দিনে এক লাখের বেশি ভক্ত পাওয়ার আশা ফিফার। ২০ জুলাই আসরের অকল্যান্ডে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার ইডেন পার্কে প্রথম ম্যাচে ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। একই দিন দ্বিতীয় ম্যাচে  সিডনির সাড়ে ৮৩ হাজার আসনের স্টেডিয়ামে মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া।
 
ফ্রান্সে ২০১৯ বিশ্বকাপের ৫০ দিন আগে রেকর্ড ৭ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। সেখানে এবার ১০০ দিন আগেই সাড়ে ৬ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। এবার আরও আগে প্রায় সমপরিমাণ টিকিট বিক্রিকে মেয়েদের ফুটবলের বড় মাইলফলক আখ্যা দিয়েছে ফিফা।
 
মাসব্যাপী ১০ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ আসরের পর্দা নামবে ২০ আগস্ট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন