স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের হয়ে খেলছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এলপিএলে খেললেও তার মাথায় এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। বড় দুই টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন তিনি। যে জন্য বাংলাদেশ থেকে বিসিবির ট্রেনার দেবাশীষ ঘোষকে শ্রীলঙ্কায় নিয়ে গেছেন সাকিব।
আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে। এই দুই টুর্নামেন্টের আগে ফিটনেস নিয়ে কনসার্ন সাকিব। এলপিএলে খেলতে খেলতে প্রস্ততিও নিচ্ছেন তিনি।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেও সাকিব ফিটনেস নিয়ে কাজ করেছেন। যার প্রভাব পড়েছিল তার পারফরম্যান্সে। ওই আসরে সাকিব হয়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ব্যাট হাতে ৬০৬ রান করেছিলেন তিনি, বল হাতে সাকিব নিয়েছিলেন ১১ উইকেট। যদিও অন্যদের ব্যর্থতার বাংলাদেশ বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।
প্রসঙ্গত, এবারের এলপিএলে গলের হয়ে সাকিব এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছেন। দুই ম্যাচেই ব্যাটে-বলে পারফর্ম করেছেন তিনি। ব্যাট হাতে ১৫১.৪৩ স্ট্রাইকরেটে ৫৩ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন তিনি। তার দলও ২ ম্যাচের সব কটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।