হোম খেলাধুলা বিশ্বকাপের পরই যাকে ভারতের নেতৃত্বে দেখতে চান শাস্ত্রী

খেলাধূলা ডেস্ক:

ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে সমালোচনার কমতি নেই। তার নেতৃত্বে খুশি নন ভারতীয় অনেক সাবেক ক্রিকেটার। যার কারণে ভারতের ওয়ানডে দলে নতুন কাউকে দায়িত্বে দেখতে চান অনেকেই।

বিরাট কোহলির পর ভারতের তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। তবে তার নেতৃত্বে দল ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো গুরুত্বপূর্ণ ম্যাচে তার ভুল সবার নজরে পড়েছে। যার কারণে সমালোচনার মুখে পড়েছেন রোহিত। তার অজুহাতও অনেকে ভালোভাবে নেননি।

যার ফলে নতুন অধিনায়কের সন্ধান করছে বোর্ড। এমনও গুঞ্জন রয়েছে, ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পর রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে রোহিতের পর কে হবেন ভারত দলের অধিনায়ক। এমন প্রশ্নে সবার প্রথমেই আসে হার্দিক পান্ডিয়ার নাম।

সম্প্রতি এক অনুষ্ঠানে পান্ডিয়াকে অধিনায়কত্ব করার ব্যাপারে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর কাছে জানতে চাওয়া হলে শাস্ত্রী বলেন,
তার (হার্দিক পান্ডিয়া) শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বিশ্বকাপের পর যদি সে ফিট থাকে, তাহলে সাদা বলের ক্রিকেটের দায়িত্ব নেয়া উচিত।

রবি শাস্ত্রী আরও বলেন, ভারত দলে অনেক সিনিয়র ক্রিকেটার আছে যারা হয়তো বিশ্বকাপের পর বিদায় নিতে পারে। এরই মধ্যে জুনিয়র ক্রিকেটাররাও প্রস্তুত আছে। সিনিয়র ক্রিকেটারদের জায়গা নিতে এখনই প্রস্তুত আছে জুনিয়ররা।

রোহিত শর্মার অনুপস্থিতিতে এরই মধ্যে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন হার্দিক পান্ডিয়া। যার মধ্যে মাত্র দুইটিতে হেরেছে ভারত। পান্ডিয়ার নেতৃত্বে তার দল আইপিএল শিরোপাও জিতেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন