হোম খেলাধুলা বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে যা বললেন তামিম

খেলার সংলাপ:

চলতি বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবরে ভারতে বসবে একদিনের ক্রিকেটের এই মহাযজ্ঞ। বিশ্বকাপের বছরে সব প্রস্তুতি বিশ্বকাপকে ঘিরেই হবে, এটা স্বাভাবিক। চন্ডিকা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দলও নিজেদের প্রস্তুত করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডে। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তামিম ইকবালরা। এর আগে বিশ্বকাপ দল নিয়ে কথা বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম।

ইংল্যান্ডে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানালেন, কবে ও কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হতে পারে বাংলাদেশ দল। তামিম বলেন, ‘এশিয়া কাপের সময় আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তখন আমরা যে স্কোয়াডটা করব, ওটাই বিশ্বকাপের স্কোয়াড হওয়ার সম্ভাবনা বেশি। যদি কেউ চোট পায় বা এরপরেও পারফর্ম করতে ব্যর্থ হয়, সেটি ভিন্ন ব্যাপার।’

উঠে এসেছে জাতীয় দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ ও আফিফ হোসেনের প্রসঙ্গ। তাদের নিয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় আফিফের সম্ভাবনা অন্য সবার মতোই সমান। একটা দুইটা সিরিজ সবারই খারাপ যেতে পারে। আমার কাছে রিয়াদ ভাই, আফিফ সবার বেলায়ই মনে হয় সুযোগ আছে।’

আগামী মঙ্গলবার (৯ মে) থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। অক্টোবরে বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে মাঠে গড়াবে ছয় জাতির এশিয়া কাপ। তামিমের কথায় বোঝা যায়, এশিয়া কাপ পর্যন্ত খেলোয়াড়দের ওপর রাখা হবে বিশেষ নজর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন