খেলাধূলা ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য জফরা আর্চার।
২০২১ সালের মার্চের পর ইংল্যান্ড স্কোয়াডে আবার ফিরেছেন গতিতারকা জফরা আর্চার। কনুইয়ের ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি, প্রোটিয়াদের বিপক্ষে সিরিজেই মাঠে ফিরতে পারবেন তিনি।
ভারতের বিপক্ষে আহমেদাবাদে টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন আর্চার। এরপর অ্যাশেজের পাশাপাশি বেশকিছু সিরিজ খেলতে পারেননি ২৭ বছর বয়সী এই পেসার। এই দেড় বছরে ১৩টি ওয়ানডে ম্যাচসহ জফরা আর্চার মিস করেছেন গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপও।
এদিকে বাঁপায়ের গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠেছেন রিস টপলিও। তিনিও সুযোগ পেয়েছেন দলে। এ ছাড়াও বর্তমান সময়ে সেরা খেলোয়াড়রাও দলে সুযোগ পেয়েছেন। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি ও ক্রিস ওকস।