হোম অন্যান্যসারাদেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর যুগ্ম জন্মজয়ন্তী উদযাপন

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) :

‘অন্তর মম বিকশিত কর’ ও ‘ বল বীর বল উন্নত মম শির’ প্রতিপাদ্যে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে যুগ্মভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে ১২ জুন সংগঠনের কার্যালয়ে।

আলোচনা, কবিতা ও গানে কবি স্মরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সংগঠনের সহ সম্পাদক মানব মণ্ডল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, অতিথি হিসেবে আলোচনা করেন কবি ও নাট্যকার দেবাশীষ চক্রবর্তী, অবসর প্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক প্রভাত কুণ্ডু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, সংগঠনের সহ সভাপতি সমীর দাস, বাবুরআলী গোলদার, সুব্রত বসু কংকন, প্রদীপ ব্যানার্জী, আলী আব্বাস, সংগঠনের কোষাধ্যক্ষ দীপক বসু, কৃষ্ণপদ সরকার, মাসুদা বিউটি, খেলাঘর, কেশবপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল আলম, হাদিউজ্জামান জয়।

কবিতা আবৃতি করেন প্রদীপ ব্যানার্জী, তাপস বিশ্বাস, সত্যজিৎ চক্রবর্ত্তী, সঙ্গীত পরিবেশন করেন আব্দুস সাত্তার, তন্ময় রায়, কাব্য চক্রবর্ত্তী, আশীষ মজুমদার বিল্টু, রকি আলমগীর প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন