হোম আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইউসূফ আল-কারযাভী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক :

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারের চেয়ারম্যান ইউসূফ আল-কারযাভী মারা গেছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ইউসূফ আল-কারযাভীর মৃত্যুর খবরটি প্রথম শেয়ার করা হয় তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ইউসূফ আল-কারযাভীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আবদুল রহমান ইউসূফ আল-কারযাভী।

১৯২৬ সালের ৯ সেপ্টেম্বর মিশরে জন্মগ্রহণ করেন ইউসূফ আল-কারযাভী। ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার শতাধিক গ্রন্থ রয়েছে, যেটা পাঠক মহলে ব্যাপক সমাদৃত। এছাড়া আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক অনুষ্ঠান দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন তিনি।

ইউসূফ আল-কারযাভী মিশরভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডেরও পরামর্শক ছিলেন। এছাড়া তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীনের সভাপতি ছিলেন।

শিক্ষা জীবন

১০ বছর বয়স হওয়ার আগেই হিফজ সম্পন্ন করেন ইউসূফ আল-কারযাভী। উচ্চ মাধ্যমিকে তিনি সারা মিশরে দ্বিতীয় হন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ দ্বীন অনুষদ থেকে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইডির বিষয় ছিল ‘জাকাত এবং সামাজিক সমস্যা সমাধানে তার প্রভাব’।

প্রাথমিক জীবন

মাত্র দুই বছর বয়সে বাবাকে হারান ইউসূফ আল-কারযাভী। পরে তার পড়াশোনার দায়িত্ব নেন চাচা। ইখওয়ানুল মুসলেমিনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। ১৯৬১ সালে তিনি প্রথম কাতারে পাড়ি জমান। ১৯৭৩ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন