হোম অন্যান্যসারাদেশ বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাঃ হযরত আলি আর নেই

বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাঃ হযরত আলি আর নেই

কর্তৃক
০ মন্তব্য 81 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৭১ সালের কালিগঞ্জ থানা সংগ্রাম কমিটির সভাপতি ডাক্তার হযরত আলি (এম বি বি এস )আজ বিকাল ৪.৪৫ মিনিটে নিজস্ব বাস ভবনে বাধ্যগতজনিত কারণে ইন্তেকাল করেছেন( ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)।

তার বয়স হয়েছিল ৯১ বছর।মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে ও অনেক আত্যিয় সজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি ৭১ সালে ভারতের শুন্যের বাগান ক্যাম্পে শরণার্থী ও বিরমুক্তিযুদ্ধাদের চিকিৎসা সেবা দিতেন ।এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের কাছ থেকে কোনো সম্যানি ভাতা নিতেন না। ভারতে অবস্থানকালে পরিবার পরিজন নিয়ে কাটাখালিতে অবস্থান করতেন এবং সন্ধ্যার পরে তিনি চেম্বারে রুগী দেখে নিজের পরিবার ও ভাইবোন আত্মীয় স্বজনদেরকে নিয়ে একসাথে বসবাস করতেন।

ডাক্তার হযরত আলি সাতক্ষীরা জেলা জাপার সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশুর ভগ্নিপতি ছিলেন। তিনি মৃত পরিবারের সদস্যদের প্রতি শোক সমবেদনা জাপন করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন