হোম অন্যান্য বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নিউজ ডেস্ক:
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আজ দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে এবং আহত ১৬৫ জন। এরমধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০, ঢাকা মেডিক্যালে আহত ৩, নিহত ১, ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত একজন, ইউনাইটেড হাসপাতালে আহত দু্ই জন, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিন জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন