হোম জাতীয় বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

জাতীয় ডেস্ক :

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে কাঁধ ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২,৫১,৭৯০ দিরহাম (৭৩,১৫,১৭৯ টাকা) বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়ের; চট্টগ্রাম বিমান বন্দরের একটি দল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সহায়তায় ওই যাত্রীকে আটক করে।

যাত্রীর নাম মোহাম্মদ আলী বলে জানা গেছে। তার ফ্লাইট নাম্বার এয়ার এরাবিয়া, জি৯-৫২৭। এ সময় তার সঙ্গে থাকা ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। তিনি ২০২২ সালে মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন বলে জানান। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজালনগর এলাকার স্থায়ী বাসিন্দা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন