হোম আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াকওয়েতে পা আটকে গেল যাত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্লাইটে উঠার সময় চলন্ত ওয়াকওয়েতে পা আটকে যায় ৫৭ বছর বয়সী থাই যাত্রীর। কিছুতেই বের করতে পারছিলেন না। অবশেষে হাঁটুর উপর থেকে কেটে বাদ দিতে হলো সেই পা।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দর থেকে নাখোন সি থামমারাত প্রদেশের একটি ফ্লাইটে উঠার সময় টার্মিনাল ২-এর ওয়াকওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি মেডিকেল টিম শেষ পর্যন্ত তার বাম পা উপরে থেকে কেটে ফেলে সেই নারী যাত্রীকে উদ্ধার করে।

বিমানবন্দরের পরিচালক করুণ থানকুলজিরাপাট এক সংবাদ সম্মেলনে বলেন, ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে আমি দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে সে বিষয়ে আমরা আরও সতর্ক থাকবো।

তিনি আরও বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ আহত যাত্রীর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেছে এবং অন্যান্য ক্ষতিপূরণের বিষয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

হাসপাতালের মেডিকেল টিম করুণকে জানিয়েছিল, তারা ওই যাত্রীর পা পুনরায় জোড়া লাগাতে পারেনি, কিন্তু আহত যাত্রী পুনর্মূল্যায়নের জন্য অন্য হাসপাতালে তাকে স্থানান্তরিত করার অনুরোধ করেছিলেন।

অনলাইনে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, ওই যাত্রীর পায়ের নিচের অংশ ওয়াকওয়ের শেষে বেল্টের নিচে আটকে আছে, বিমানবন্দরের কর্মীরা তাকে সহায়তা করছেন।

করুণ বলেন, বেল্টের নিচে স্যুটকেসের চাকা পাওয়া গেছে, তবে এটি কীভাবে দুর্ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে তা স্পষ্ট নয়। বিমানবন্দরে ওয়াকওয়েগুলো প্রতিদিন চেক করা হয় বলেও জানান তিনি।

দুর্ঘটনার জন্য দায়ী ওয়াকওয়েটি বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে এবং ঘটনার কারণ নির্ণয় করতে ইঞ্জিনিয়ারদের একটি দল এটি পরিদর্শন করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন