হোম খেলাধুলা বিপিএলে এবার ট্রফি খরা কাটবে তো মুশফিক-রিয়াদের?

খেলাধূলা ডেস্ক :

বিপিএল যতটা সৌভাগ্যের মাশরাফী বিন মোর্ত্তজা বা সাকিব আল হাসানের জন্য, ঠিক ততটাই দুর্ভাগ্যের মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। চারবার শিরোপা জিতে বিপিএলের রোল অব অনারে সবার ওপরে এখনো ম্যাশ। আর দুবার চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব। সেখানে শিরোপা জেতা তো দূরে থাক, ফাইনাল খেলাটাই একমাত্র সাফল্য সাবেক এ দুই ভায়রা ভাইয়ের। তাই তো এবার নিজেদের ভাগ্যবদলে দুজনে সওয়ার হয়েছেন বিপিএলের সফলতম দুই অধিনায়কের দলে। সাকিবের বরিশালে আছেন রিয়াদ, আর সিলেটে ম্যাশের সঙ্গী মুশি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফী। এই মানুষটার কাছে এমন কোনো জাদুর কাঠি আছে, যাতে কিছু না করলেও যেন শিরোপাটা এসে ধরা দেয় তার দলের কাছে। ঢাকার হয়ে দুই শিরোপার সময় অনেকেই বলেছিল, স্কোয়াডটাও দারুণ ছিল মাশরাফীর। কিন্তু কুমিল্লার হয়ে যেবার জিতলেন সেবার কাগজে কলমে দৌড়েই ছিল না ভিক্টোরিয়ানরা। একমাত্র মাশরাফী ম্যাজিকটাই সেবার বড় প্রভাবক হয়ে দেখা দেয় অন্য দলের সঙ্গে। এরপর শিরোপা জিতেছেন রংপুরের জার্সিতেও।

একই কথা সাকিবের ক্ষেত্রেও প্রযোজ্য। শিরোপা দুবার জিতেছেন, ফাইনাল খেলেছেন আরও দুবার। দুই শিরোপার একটা সাকিব জিতেছেন অধিনায়ক হিসেবে। তবে দল যেমন তেমন করুক না কেন, বিপিএলজুড়ে সাকিবের পারফরম্যান্স সবসময় আলো ছড়ায়। সর্বাধিক ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জেতা যার বড় প্রমাণ।

কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের মধ্যে দুজন এমন ক্রিকেটার আছেন, যাদের বিপিএল রেকর্ড খুব একটা ভালো নয়। দুই ভায়রা ভাই, রিয়াদ এবং মুশফিক। রিয়াদ তাও দুইবার ফাইনাল খেলেছেন। একবার চট্টগ্রাম এবং একবার বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে। কিন্তু দুবারই রানারআপ পদক নিয়ে ক্ষান্ত থাকতে হয় তাকে। তবে, তার অধিনায়কত্ব নজর কাড়ে সবার। যে কারণে পেয়ে গিয়েছিলেন জাতীয় দলের আর্মব্যান্ডও। কিন্তু ডিপিএলে কয়েকটা শিরোপা জেতা ক্রিকেটার কেন যেন বিপিএল শিরোপার মঞ্চে একেবারেই নড়বড়ে।

মুশফিকের ভাগ্যটাও সুপ্রসন্ন না। ঘরোয়া ক্রিকেটে মোহামেডান থেকে ধারে যোগ দিয়ে শেখ জামালের হয়ে একটা শিরোপা জেতা ছাড়া কোনো ট্রফি জয়ের মঞ্চেই থাকতে পারেননি তিনি। পঞ্চপাণ্ডবের মাঝে বিপিএল সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করলেও তার নেতৃত্বে দল ফাইনাল খেলেছে মাত্র একবার। বারবার ফ্র্যাঞ্চাইজি বদলালেও ভাগ্য বদলাতে পারেননি মুশি।

তবে এবার নিজেদের ভাগ্য বদলের চেষ্টায় বাঁক বদল করেছেন দুজন। নিজেদের শিরোপা জেতার অপূর্ণতা ভুলতে যোগ দিয়েছেন দুই সফল মানুষের সঙ্গে। রিয়াদ আছেন সাকিবের দলে, আর ম্যাশের সঙ্গী মুশি। এখন দেখার অপেক্ষা, মুশি-রিয়াদের ভাগ্য বদল হবে নাকি তাদের দুর্ভাগ্য ভর করবে সাকিব-মাশরাফীর ওপর।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন