হোম খেলাধুলা বিপিএলের প্লে-অফ, ফাইনাল কবে?

বিপিএলের প্লে-অফ, ফাইনাল কবে?

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
অনেক আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষের পথে। বাকি রয়েছে আর চারটি ম্যাচ। দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল দিয়ে পর্দা নামবে এগারোতম আসরের। সোমবার মাঠে গড়াবে একটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ।

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। শেষ দিনে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে তারা প্লে-অফ নিশ্চিত করে। শনিবার দিনের অপর ম্যাচে চিটাগং কিংস ম্যাচ জিতে প্রথম কোয়ালিফার নিশ্চিত করেছে। অন্যদিকে, রংপুর নেমে গেছে এলিমিনেটর রাউন্ডে। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গড়াবে দুটি ম্যাচ। দুপুর দেড়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ১২ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল। তাদের প্রতিপক্ষ বরিশাল ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার রাউন্ড খেলবে।

এই দুই দল শীর্ষ দুইয়ে থাকায় তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার। যারা জিতবে সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে হবে এলিমিনেটর রাউন্ডের জয়ী দলের জন্য। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দল মুখোমুখি হবে এই রাউন্ডে। টানা ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা রংপুর রাইডার্স এলিমিনেটর রাউন্ড খেলবে। তাদের প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্টে নিয়ে চার নম্বরে আছে খুলনা। এই দুই দলের লড়াইয়ে জয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাজিত দল ছিটকে যাবে শিরোপা লড়াই থেকে। দুই কোয়ালিফায়ারের জয়ী দল বিপিএলের ২০২৫ সালের আসরের ফাইনালে মুখোমুখি হবে আগামী শুক্রবার।

এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের চার দল মুখোমুখি লড়াইয়ে ১-১ সমতায় রয়েছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা প্রতিশোধ নেয় ৪৬ রানের বড় জয়ে। চিটাগং কিংস গতকাল রাতে ফরচুন বরিশালের টানা ছয় জয়ের মিছিল থামিয়েছে। ২৪ রানে তারা ম্যাচ হেরেছে। এর আগে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ৬ উইকেট। স্বাভাবিক ভাবেই প্লে-অফের লড়াইটা জমজমাট হওয়ার প্রত্যাশা করছেন ক্রিকেট ভক্তরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন