হোম খেলাধুলা বিপিএলের খেলা টিভিতে দেখতেন ভারতীয় ক্রিকেটার

খেলাধূলা ডেস্ক :

ভারতীয় ক্রিকেটারদের জন্য আইপিএল ছাড়া ভারতের বাইরের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা সম্ভব হয় না। তবে বিপিএলের নবম আসরে খেলছেন এক ভারতীয় ক্রিকেটার। ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো উন্মুক্ত চাঁদ এখন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন। সেই সূত্রেই বিপিএল খেলতে এসেছেন। আগে কখনো এ টুর্নামেন্টে না খেললেও টেলিভিশনে বিপিএলের ম্যাচ দেখেছেন এই ক্রিকেটার।

শুক্রবার (৬ জানুয়ারি) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসর। এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ২০১২ সালে তার নেতৃত্বে সেই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল ভারত। বিরাট কোহলি-রোহিত শর্মাদের উত্তরসূরি হিসেবে তাকে ধরা হতো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে । তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় খোলেনি জাতীয় দলের ভাগ্য। অবশেষে ২০২১ সালে ভারতের ক্রিকেট থেকে অবসর নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। খেলছেন দেশটির হয়ে।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা থাকলেও এবার প্রথমবারের মতো তিনি খেলতে চলেছেন বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে চড়িয়ে দলটিকে শিরোপা এনে দিতে চান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ চাঁদ। বিপিএলে আগে কখনো না খেললেও টুর্নামেন্টটি সম্পর্কে ধারণা আছে বলেই জানিয়েছেন তিনি।

বুধবার (৪ জানুয়ারি) চট্টগ্রামে অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে হাজির হয়ে তিনি বলেন, ‘বিপিএলে এটা আমার প্রথম বছর। কিন্তু টিভিতে সবসময়ই খেলা দেখেছি। এটা আমাকে ফ্যাসিনেট করেছে, খুব ভালো। স্টেডিয়াম পূর্ণ থাকে। লোকজন আসে ও তাদের দলকে সমর্থন দেয়। এক দিন পরই খেলা শুরু হচ্ছে, এটার দিকে তাকিয়ে আছি্র

বিপিএল অনেকের জন্যই জাতীয় দলে ফেরার সিঁড়ি। অতীতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও বিপিএল থেকেই পরিচিতি পেয়েছেন। তবে চাঁদের নেই জাতীয় দলে ফেরার তাড়া। ভারতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছেন এরই মধ্যে। যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলেও তার জায়গা নিশ্চিত। বরং তিনি শিরোপা উপহার দিতে চান কখনো আসরটির শিরোপা উঁচিয়ে ধরতে না পারা চট্টগ্রামকে।

তিনি বলেন, ‘অবশ্যই, ক্রিকেটার হিসেবে আপনি প্রতিটি টুর্নামেন্টেই উন্নতি করতে চাইবেন। এখানে এসেছি, সত্যি চাই চট্টগ্রাম বিপিএল জিতুক। তারা কখনো জেতেনি আগে। কিন্তু দল সবসময়ই ভালো করেছে। নজর থাকবে টুর্নামেন্ট জেতায়। এটা হলে ঘরোয়া ক্রিকেটাররাও নজর আসবে।’

আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন উন্মুক্ত চাঁদ। এ ছাড়া বিগব্যাশেও খেলেছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সিলিকন ভ্যালির হয়ে খেলা এই ৩০ বছর বয়সী ক্রিকেটার মনে করেন, বিপিএলের অভিজ্ঞতা তাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলতে সাহায্য করবে। এ ছাড়া সামনের বিশ্বকাপেও তার পারফরম্যান্সে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বিপিএল।

তিনি বলেন, ‘যখন আপনি জিতবেন, অনেক খেলোয়াড় অবদান রাখে। এটা প্রতিটি খেলোয়াড়ের জন্যও ভালো। আপনি যেমন বললেন, উইল জ্যাকস বিপিএলে ভালো করেছে, পরে সুযোগ পেয়েছে। অবশ্যই আমার জন্যও বিশ্বের বিভিন্ন প্রান্তে লিগ খেলা…যুক্তরাষ্ট্রেও তৈরি হচ্ছে সবকিছু। মেজর লিগ আসছে, বিশ্বকাপও। এটা আমাকে শেপে রাখবে ওখানে ভালো করতে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন