বিনোদন ডেস্ক :
বলিউডের হট কাপলখ্যাত তারকা বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিয়ের পরপরই এই দুই তারকার বিয়ে ভাঙার গুঞ্জনটাই বাতাসে বেশি ভেসে বেড়াচ্ছিল। তার জন্য অবশ্য কারণও ছিল। একের পর এক সম্পর্ক ও তা ভেঙে যাওয়া সবকিছু মিলিয়ে দুই তারকাই ছিলেন তুমুল আলোচনায়।
যদিও এই সবকিছুতেই ছাই ঢেলে ছয় বছরের দাম্পত্যজীবন পার করেছেন এই দুই তারকা যুগল। ইউটিউবে হরহামেশাই বিপাশার মা হওয়ার গুঞ্জন ভেসে বেড়ায়। যদিও বারবার সেই গুঞ্জন অস্বীকার করেছেন তারা।
তবুও তাদের ঘিরে এ ধরনের গুঞ্জন থামছেই না। সোশ্যাল মিডিয়ায় ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এ ভিডিওকে কেন্দ্র করে আবার বিপাশার মা হতে যাওয়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামছেন বিপাশা বসু। তার পরনে নীল রঙের ঢিলেঢালা পোশাক। গাড়ি থেকে নামার সময় মনে হয়, তার বেবি বাম্প দৃশ্যমান। যদিও নামার পর তেমনটা মনে হয় না।
কিন্তু নেটিজেনদের একটি অংশ জোর দিয়ে বলছে, বিপাশা বসু অন্তঃসত্ত্বা। একজন লিখেছেন: ‘অবশ্যই বিপাশা গর্ভবতী। হবু মা এমন ঢিলেঢালা পোশাক পরেন।’ নিকিতা নামে একজন লিখেছেন: ‘বিপাশা অন্তঃসত্ত্বা।’ আরেকজন লিখেছেন: ‘আমার মনে হচ্ছে, বিপাশা মা হতে যাচ্ছেন।’ এমন অনেক মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। যদিও এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি বিপাশা কিংবা করণ।
তবে এবারও বিপাশার ঘনিষ্ঠ একজন বলিউড লাইফকে বলেন, ‘বিপাশা গর্ভবতী নন। যখন তিনি মা হতে যাবেন, তখন বিষয়টি সবাইকে জানাবেন।’ বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালের এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন।