হোম খেলাধুলা বিপর্যয়ের ম্যাচে রোহিত-কোহলিকে না খেলানোর কারণ জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক:

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে টেস্টের মতো ওয়ানডেতেও পাত্তা দেবে না ভারত, অনুমিত ছিল এমনটাই। সে কারণেই হয়তো দলের সেই দুই ব্যাটারকে বিশ্রাম দিয়েছিল ভারতীয়রা। তবে ঘটলো উল্টোটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাড়ে তিন বছর পর কোনো ওয়ানডে ম্যাচে হেরেছে ভারত।

শনিবার (২৯ জুলাই) ব্রিজটাউনে ভারতকে ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের বোলিং তোপে ৪০.৫ ওভারে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় উইন্ডিজ বাহিনী।

এদিন খেলতে নামেননি ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে দলের অধিনায়কত্ব করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও ছিলেন না দলে। এ দুজনের পরিবর্তে মাঠে নামেন সাঞ্জু স্যামসন এবং অক্ষর প্যাটেল। কিন্তু তারা দলকে জেতাতে পারেননি। সাঞ্জু ১৯ বলে ৯ রান ও অক্ষর ৮ বলে ১ রান করে আউট হন। ম্যাচ হারের পর তাই ঘুরেফিরে আসছে রোহিত-কোহলিকে দলে না রাখার বিষয়টি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মলেনে এসেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। সেখানে তিনি জানিয়েছেন, শেষ ম্যাচের স্কোয়াডে কেন রাখা হয়নি কোহলি-রোহিতকে। এসময় তিনি বলেন, আমরা খেলোয়াড়দের দেখে নিতে চেয়েছিলাম। আমরা ছেলেদের একটি সুযোগ দিতে চেয়েছিলাম, যাতে দলের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তারা অভ্যস্ত হতে পারে। এটি কিছু খেলোয়াড়কে নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে সুযোগ দেয়। এশিয়া কাপের আগে দল নিয়ে পরীক্ষা করার জন্য এই ধরনের সিরিজে আমাদের কাছে মাত্র ২-৩টি ম্যাচ আছে।

তিনি আরও বলেন, সত্যি বলতে, আপনি জানেন যে বিরাট এবং রোহিতরা খেললে আমরা খুব বেশি সমস্যায় পড়ব না। তবে আপনি জানেন যে আমাদের অনেক ‘ইনজুরড’ খেলোয়াড় এনসিএতে রয়েছে এবং তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেজন্য আমরা আরও কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে চেয়েছিলাম, যাতে প্রয়োজন হলে তারাও খেলতে পারে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় ভারত। যেখানে ক্যারিবীয়ানদের ইনিংস মাত্র ১১৪ রানেই শেষ হয়েছিল। তাতে সিরিজে এখন ১-১ এ সমতা। আগামী ১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। যে ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। দ্বিতীয় ম্যাচে রোহিত-কোহলি না থাকলেও শেষ ম্যাচে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন