হোম খেলাধুলা বিনামূল্যে টফিতে দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারানোর পর এবার দক্ষিণ আফ্রিকার দুর্গে বাংলার বাঘিনীরা। এ সফরে তিন টি-টোয়েন্টির সঙ্গে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। তবে ম্যাচগুলো সম্প্রচার হবে না দেশের কোনো টেলিভিশন চ্যানেলে।

ক্রীড়াপ্রেমী সমর্থকদের আক্ষেপ মেটাতে অবশ্য এগিয়ে এসেছে দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। অ্যাপটিতে বিনামূল্যে দেখা যাবে সিরিজের প্রতিটি ম্যাচ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী। তিনি বলেন, ‘টফি-তে বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করার জন্য আমরা কাজ করছি। দর্শকদের নিজের মতো করে খেলা দেখার সুযোগ করে দেয়ার মাধ্যমে দেশের ক্রীড়া বিনোদনকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য। এই প্রচেষ্টারই অংশ হিসেবেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সফরের সবগুলি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।’

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস-এর জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানের দাপুটে জয় পেয়েছে জ্যোতিরা। মুর্শিদা খাতুনের ৫৯ বলে ৬২ রানের ইনিংসের সঙ্গে নিগার সুলতানার ২১ বলে ৩৪ রানের ক্যামিওতে প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে স্বর্ণা আক্তারের লেগ স্পিনে দিশেহারা হয়ে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ২৮ রান খরচায় একাই ৫ উইকেট নেন স্বর্ণা।

তবে বৃষ্টি বাধায় ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। এ ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করে নিবে টাইগ্রেসরা। আর হারলে ট্রফি ভাগাভাগি করে নেবে দুদল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

টি-টোয়েন্টি সিরিজের পর সাত দিনের বিরতি দিয়ে ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বর দ্বিতীয় আর ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন