জাতীয় ডেস্ক :
নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিদ্রোহী প্রার্থীকে সাধারণ সম্পাদক করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ সময় মদন জাহাঙ্গীরপুর সেন্টার দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে টায়ার জ্বালিয়ে মদন-নেত্রকোনা সড়ক অবরোধ করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর বিষয়ক সম্পাদক ফৌজদার গাঙ্গুলী, পৌর যুবলীগের আহ্বায়ক নূরুল ইসলাম খান, যুবলীগ নেতা মাহবুব, ছাত্রলীগ নেতা আকরাম হাসান, আশিক বাঙালি, আবু হানিফ খান বাপ্পি ও পিপুল খান প্রমুখ।
এ সময় তারা বলেন, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করেন আব্দুল হান্নান তালুকদার শামীম।
পরবর্তীতে মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদে আব্দুল হান্নান তালুকদার শামীমকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি এর আগে নৌকার বিদ্রোহী হওয়ায় ২০২০ সালের ৩০ নভেম্বর দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত পত্রে তার মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়াও তিনি বিভিন্ন নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান করার কারণে দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে এক ধরনের হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এসবের পরেও গত মঙ্গলবার (১১ অক্টোবর) মদন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সেই বিদ্রোহী আব্দুল হান্নান তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যে কারণে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, এই দলের ত্যাগী নেতাদেরকে অপমান করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে লবিং করে দলের শৃঙ্খলাও নষ্ট করা হয়েছে। যারা দলকে ভালোবাসে তারা কখনোই নিজ স্বার্থ উদ্ধারে বিদ্রোহী হতে পারে না। বিদ্রোহী মানেই দলের বাইরে যাওয়া কেন্দ্রীয় নেতাদের অসম্মান করা। এ অসম্মান করা ব্যক্তিরাই যদি আবার দলের কাণ্ডারি হয় তাহলে এই দলের নেতাদের প্রতি আস্থা হারাবে সাধারণ নেতাকর্মীরা। নতুনরাও বিপথগামী হবে।
এসবের পরিপ্রেক্ষিতে দলীয় প্রধান এবং সরকারপ্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন মদন উপজেলা আওয়ামী লীগের নেতারা।