হোম রাজনীতি বিদ্যুৎ সংকট কাটাবে, শেখ হাসিনা ব্যর্থ হতে পারে না: ইনু

রাজনীতি ডেস্ক:

নির্বাচনের আগে বর্তমান সরকারই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারবে, বিদ্যুৎ সংকট কাটাতে পারবে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বলেন, মন্ত্রীরা ব্যর্থ হলেও শেখ হাসিনা ব্যর্থ হতে পারে না।

বিএনপির অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ১৪ দলীয় মহাজোটের জনসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ইনু বলেন, কোনো বিদেশি শক্তিকে বাংলাদেশের মাঠে খেলাধুলা করতে দেয়া হবে না। দেশের জনগণ বেঁচে থাকতে কোনো ভূতের সরকার হবে না। সংবিধান অনুযায়ী যথাসময় আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে বিএনপিকে পালাবার সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ২০২৯ সালে নাকি তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসবেন। এসব স্বপ্ন দেখে লাভ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে মেনন বলেন, নিজেদের শক্তি যাচাই করতে নির্বাচনে অংশ নিন। আবার ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস করবেন না। তাহলে দেশের জনগন ক্ষমা করবে না।

দেশে বিএনপির কোন জনপ্রিয়তা নেই, বিদেশি প্রভুরা বিএনপির একমাত্র শক্তি। তাই তো ভিসা নিয়ে চোখ রাঙাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও এতে বর্তমান সরকারের কোন ভয় নেই। এতে চাপে পড়েছে বিএনপি।

মহাজোটের জনসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ এমপি, সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ বেগম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাভার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন