ভ্রাম্যমাণ প্রতিনিধি :
বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাশেম আলী (৮০) আর নেই। তিনি ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে লালপুর গ্রামের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আলমগীর হোসেন-এর চাচা।
মরহুম হাসেম আলীর স্ত্রী, ২ছেলে, ১মেয়ে, নাতী-নাতনী ও বহু আত্মীয়-স্বজন আছে। জোহরবাদ লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় নামাজ পড়ান, মাওলানা নূরুল ইসলাম।
বৃদ্ধ বয়সেও কঠোর পরিশ্রমী ওয়ার্ড আওয়ামিলীগের এই ত্যাগী নেতা দলের টানে দলীয় সমাবেশে চলে যেতেন।
এই প্রবীণ নেতার জানাযায় অংশগ্রহন করেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক, বি,এম ইব্রাহিম হোসেন, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আজাদ আবেদীন, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দীন সরদার, ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জাকির হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আন্দুল জলিল খা, ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলামসহ পাঁচ শতাধিক মুসল্লী।
এই ত্যাগী নেতার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাংবাদিক পরেশ দেবনাথ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মহিতোষ ঘোষ, সাবেক ইউপি সদস্য নিমাই চন্দ্র ঘোষ, ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম-সম্পাদক দীপংকর সরকার, দলীয় নেতৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।