আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির নতুন সেনাপ্রধান নিয়োগের জন্য লন্ডনে তার বড় ভাই নওয়াজ শরিফ ও অন্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শনিবার (১২ নভেম্বর) হাকীকী আজাদি লংমার্চে ভাষণ দেয়ার সময় এ বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ‘চোরেরা’ বিদেশে বসে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে।
সম্প্রতি লন্ডন সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তার বড় ভাই নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
পিটিআই প্রধান বলেন, যারা গত ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছে, তাদের সঙ্গে বিদেশে বসে দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে সেনাপ্রধান নিয়োগ হওয়া উচিত। পিটিআইয়ের শাসনামলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে জানিয়ে ইমরান বলেন, ‘আমি কখনোই এটাকে বিতর্কিত করিনি।’
ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি), বিচারপতি বা পছন্দের একজন সেনাপ্রধান চান না বলে পিটিআই প্রধান জানান। তিনি মেধার ভিত্তিতে যোগ্য লোক চান।
একটি ব্রিটিশ দৈনিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দায়ের করা মানহানির মামলার বিষয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, শাহবাজ ‘গভীর সমস্যায়’ ছিলেন।
জনগণকে লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ইমরান বলেন, ‘এটা ইমরান খানের আন্দোলন নয়, এটা আপনাদের আন্দোলন।’ দেশের তরুণদের উদ্দেশে পিটিআই প্রধান বলেন, যে জাতি সত্যিকার অর্থে স্বাধীন নয় এবং যে জাতি ক্রীতদাস থেকে যায়, তার কোনো মূল্য বা ভবিষ্যৎ নেই। একটি জাতি শুধুমাত্র ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত স্বাধীনতা অর্জন করে।
