হোম জাতীয় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠিত হয়েছে: অর্থ উপদেষ্টা

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠিত হয়েছে: অর্থ উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

জাতীয় ডেস্ক:

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, টাস্কফোর্সের কর্মপদ্ধতির কী হবে, কারা থাকবে, এর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যে এই টাস্কফোর্স দৃশ্যমান হবে। এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যাংক খাতের সংস্কারে আলাদা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তও হয়েছে। লুটপাটকারীদের ধরা শুরু হয়েছে, তা দৃশ্যমান দেখা হচ্ছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতের ওপর আস্থা ফিরিয়ে আনা ছিল বড় চ্যালেঞ্জ। এই আস্থা সরকারের এক মাসে অনেকটা ফিরে এসেছে। এছাড়া, সরকারের নানা পদক্ষেপের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন