হোম অন্যান্য বিদেশিদের হাতে যাবে চট্টগ্রাম বন্দর: নৌ উপদেষ্টা

বিদেশিদের হাতে যাবে চট্টগ্রাম বন্দর: নৌ উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

নিউজ ডেস্ক:
চট্টগ্রামে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তার দাবি, এতে রাজস্ব আদায় কমবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে গেলো এক বছরে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা জানান, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে দুই হাজার ৪৮০ কোটি টাকা অর্থ সাশ্রয় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ছয় হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা আগের বারের চেয়ে ৯.৪ শতাংশ বেশি।

তিনি জানান, আদায় অর্থের মধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে দুই হাজার ২২৩ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায় হয়েছে পাঁচ হাজার ২২৭ কোটি ৫৫ লাখ টাকা ও সরকারি কোষাগারে জমা হয়েছে এক হাজার ৭৬১ কোটি ৯৭ লাখ টাকা। এই সময়ে মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে এক হাজার ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা।

এর আগে গত দুই জুলাই সচিবালয়ে নৌপরিবহন উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে।

তিনি জানান, নৌবাহিনীর দায়িত্বের সময়কাল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে পালন করেছে সাইফটেক পাওয়ার। ছয় জুলাই মেয়াদ শেষ হওয়ার নতুন দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনীকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন