নিজস্ব প্রতিনিধিঃ
পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলার তিন নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, আ, লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, বিশ্বাস আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহাফুজুর রহমান মধু, সাংবাদিক মুজিরব রহমান প্রমূথ।
