বিনোদন ডেস্ক:
সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেয়া হবে। এবার বিতর্ক উঠেছে পুরস্কার প্রাপ্তদের বৈধতা নিয়ে।
গত ৩১ অক্টোবর প্রকাশ পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর প্রজ্ঞাপন। এরই মধ্যে বিতর্ক উঠেছে পুরস্কার প্রাপ্তদের বৈধতা নিয়ে।
২০২২ সালের ২১ অক্টোবর মুক্তি পায় সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। এ চলচ্চিত্র থেকে ৩টি শাখায় জাতীয় পুরস্কার পেতে চলেছেন শিশুশিল্পী বৃষ্টি আক্তার, শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া, এবং চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু।
বিতর্ক উঠেছে, এম আই মিঠু নামের একজন অভিনয়শিল্পী এ চলচ্চিত্রের শিল্প নির্দেশনায় কাজ করেছেন।
এ বিষয়ে বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা তথা ‘রোহিঙ্গা’ সিনেমার শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি এড়িয়ে গেলেও জানান উক্ত চলচ্চিত্রের সাথে তার সম্পৃক্ততার কথা।
চলচ্চিত্রের জন্য দেশের শ্রেষ্ঠ সম্মান জাতীয় পুরস্কার নিয়ে বিতর্ক বরাবরের মতোই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। কবে কিভাবে হবে এ বিতর্কের সমাধান?
উল্লেখ্য, তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এবার আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)।