অনলাইন ডেস্ক:
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি। তবে নির্মোহভাবে তদন্তকাজ পরিচালনা করতে চায় এ ঘটনা তদন্তে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন।
বৃহস্পতিবার সকালে বিজিবির হেডকোয়ার্টারে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।
তিনি বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনের দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের বিষয়টি নিয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান। তিনি বলেন, অন্ধকারে নয়, পরিষ্কারভাবেই করা হবে পুরো তদন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে। কোনো কিছু দ্বারা প্রভাবিত হবো না।
বিডিআর হত্যাকাণ্ড দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেয়া হবে।