হোম অন্যান্যসারাদেশ বিজয় দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্দোগে বঙ্গবন্ধু বিনম্র শ্রদ্ধা

বিজয় দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্দোগে বঙ্গবন্ধু বিনম্র শ্রদ্ধা

কর্তৃক Editor
০ মন্তব্য 114 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে স্মরণ করেছে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সাতক্ষীরা-খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি ও সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, ডিবিসির এম জিললুর রহমান, আমিরুজ্জামান বাবু , সংকল্প নিউজের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মাদ নিজাম প্রমুখ।

অপরদিকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলার সভাপতি ইমাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাভলু, আমিনুর রহমান, সাংগাঠনিক সম্পাদক শেখ জামাল হোসেন বকুল, এড. সুনীল ঘোষ, নাজমা খাতুন, মনিরা পারভীন, ময়না খাতুন, স্বরসতী বন্দ্যোপাধ্যায়সহ নেতৃবৃন্দ।

এছাড়া জেলা সৈনিক লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা অপরাধ দমন বিভাগের (সিআইডি) পদস্থ কর্মকর্তারাও উপিস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন