বাণিজ্য ডেস্ক :
অ্যামাজন জানিয়েছে, তাদের বিজ্ঞাপন ব্যবসার পরিসর কতটা বড়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের চতুর্থ ত্রৈমাসিকের আয়ের বিবৃতির তথ্যানুযায়ী জানায়, ২০২১ সালে অ্যামাজন ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে চতুর্থ ত্রৈমাসিকের বিক্রয় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিএনবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
অ্যামাজন এত বছর তাদের বিজ্ঞাপন ব্যবসায় বিনিয়োগ ও এ-বিষয়ক তথ্য গোপন করে গেছে।
সেই হিসেবে মাইক্রোসফটসহ অন্যান্য ক্লাউড প্রতিদ্বন্দ্বী অনলাইন বিজ্ঞাপনী সংস্থার তুলনায় প্রতিষ্ঠানটির পরিসর আরও বড়। গত সপ্তাহে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানান, ২০২১ সালে মাইক্রোসফটের বিজ্ঞাপন আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময় স্ন্যাপচেটের আয় হয়েছে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং পিন্টারেস্টের আয় হয়েছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
অ্যামাজনের নিজস্ব খুচরা বিক্রির দোকান থেকে যে আয় হয়েছে, তার তুলনায় বিজ্ঞাপনে তাদের রাজস্ব ছিল দ্বিগুণ। এটি অ্যামাজনের প্রাইম সদস্য সেবার মতো পরিষেবা থেকেও বেশ বড় আয়তনের।