হোম অর্থ ও বাণিজ্য বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার দাবি

বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার দাবি

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

অর্থনীতি ডেস্ক:

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটির সাধারণ সদস্যরা। এছাড়া আরও ৬ দফা দাবি জানিয়েছে তারা। শনিবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, দলীয় প্রভাবমুক্ত উদ্যোক্তাদের সমন্বয়ে পর্ষদ গঠন করতে হবে। অন্তর্বর্তীকালীন এই পর্ষদ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। সংগঠন পরিচালনায় দিন দিন দুর্নীতি বেড়েছে। সব ধরণের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা প্রয়োজন বলেও জানান তারা।

সংগঠনটির সদস্য মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, ৯ মার্চের নির্বাচনে কারচুপির মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদ ক্ষমতায় আসে। যা নিয়ে সাধারণ সদস্যরা ক্ষুব্দ। তারা আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির নেতৃত্বাধীন কমিটির সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি হিসেবে মানেন না।

সাধারণ সদস্যরা আরও বলেন, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়কে শহীদ সেলিম চত্বর ঘোষণা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান বোর্ডও বিলুপ্তির দাবি জানান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন