হোম আন্তর্জাতিক বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খুজিস্তানে হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

ইরানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খুজিস্তানে হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে।

তারা জানায়, বুধবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। খুজেস্তান প্রাদেশিক গভর্নরের অফিসের নিরাপত্তা বিষয়ক উপপরিচালক ভ্যালিওল্লাহ হায়াতি জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন বৃদ্ধ নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পার্সটুডে জানায়, দুটি মোটরসাইকেলে চড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে ইজেহ শহরের কেন্দ্রীয় বাজারে মানুষ ও পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। এ সময় ওই এলাকায় বিক্ষোভ চলছিল। ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় আততায়ীরা এসে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। পরে অ্যাম্বুলেন্সে হতাহতের স্থানীয় জন্দিশাহপুর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হাসপাতালে ২ জন মারা যান। এদিকে আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জন্দিশাহপুর হাসপাতালের চিকিৎসকরা।

এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। তবে হামলার ঘটনায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভ্যালিওল্লাহ হায়াতি।

গত অক্টোবরে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে শিয়া মাজারে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরে এ হামলার দায় স্বীকার করে আইএস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন