হোম অন্যান্যসারাদেশ বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি দখল

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বীর কাশিমনগর গ্রামে বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ২০০৪ সালে জিল্লুর রহমানের স্ত্রী শিরিন আক্তার স্বামীর গ্রামের বাড়িতে স্বামী মারা যাওয়ার পর রেখে যাওয়া ৩০ শতাংশ জমির উপর গাছপালা রোপন করে ছিলেন।

সম্প্রতি এফ.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ওই জায়গা ক্রয় করার প্রস্তাব করলে রাজি না হলে গত বুধবার একটি টিনের চালাঘর তৈরি করে দখল করে নেন ওই শিক্ষক। বাঁধা দিতে গিয়ে শিরিন আক্তার, তার মেয়ে শায়লা আক্তার, নাহিদা আক্তার, আতিকুর রহমান ও চাচি শ্বাশুড়ি শামসুন্নাহার আহত হন।

এ ব্যাপারে শিক্ষক রেজাউল করিম জায়গা ক্রয় করতে যাওয়ার বিষয়টি অস্বীকার করে ওই জায়গা তার বলে দাবি করেন। সালুয়া ইউ. পি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, জায়গাটি মৃত জিল্লুর রহমানের বলেই আমরা জানি। জায়গাটি নিয়ে বিরোধ দেখা দিলে সালিশের তারিখ ধার্য করা হয়। কিন্তু এর আগেই রেজাউল করিম জায়গাটিতে ঘর উত্তোলন করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন