হোম অন্যান্যস্বাস্থ্য বিএসএমএমইউতে অনিয়ম হতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্রসহ নানা অনিয়মের খতিয়ে দেখার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সম্প্রতি গণমাধ্যমের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্রের দৌরাত্ম্যের বিষয়ও বেশ আলোচিত। এসব অনিয়ম-অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএসএমএমইউ-এর অনিয়ম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই হাসপাতালে গুরুতর অনিয়ম আমরা হতে দিতে পারি না। তবে আপনারা জানেন, বিএসএমএমইউ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যে কারণে এই হাসপাতালের নিয়োগ, ক্রয়-বিক্রয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়ে থাকে। আমাদের সংশ্লিষ্টতা খুব বেশি থাকে না। কিন্তু হাসপাতালটিতে সরকার অর্থায়ন করে থাকে। সে হিসাবে আমরা অবশ্যই অনিয়মের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না, এখানে আসা রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষার জায়গা। এমনকি সুপার স্পেশালাইজড হাসপাতালটি ১ হাজার ৩০০ কোটিরও বেশি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। যদিও নিয়োগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বড় একটি নিয়োগ কিন্তু সামনে আছে। সেই নিয়োগের কমিটিতে উপাচার্য শারফুদ্দিন আহমেদ নেই। একটি শক্তিশালী কমিটি করেই সেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের দালালচক্রের বিষয়ে তিনি বলেন, কলেজ প্রশাসনকে কঠোর হতে বলা হবে। পাশাপাশি নিজেদেরও সচেতন হবার পরামর্শ দেন মন্ত্রী।

দেশে একটি রাজনৈতিক দলও দেশের বিরুদ্ধেও বিদেশে দালাল নিয়োগ করেন বলেও অভিযোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া দেশে ডেঙ্গু বাড়ছে জানিয়ে জাহিদ মালেক বলেন ডেঙ্গু চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন