জাতীয় ডেস্ক :
ফেনীর পরশুরামে মেজবাহ উদ্দিন নামে এক গরু ব্যবসায়ীকে বিএসএফ ধরে নেয়ার তিন দিন পর ভারতীয় সীমান্তে তার মরদেহ পাওয়া গেছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে ভারতীয় সীমান্তের কাঁটাতারের পাশ থেকে মেজবাহর মরদেহ উদ্ধার করা হয়।
কৃষক ও গরু ব্যবসায়ী মেজবাহ উদ্দিন ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমার টিলাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে মেজবাহ গুথুমা বিজিবি ক্যাম্পের কাছে নিজের পালন করা গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের সীমান্ত গেট খুলে তাকে ধরে নিয়ে যায়। একপর্যায়ে মেজবাহর পরিবার ও স্থানীয়রা গুথুমা বিজিবি ক্যাম্পে বিষয়টি জানায়। পরদিন এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে বিএসএফ মেজবাহকে ধরে নেয়ার বিষয়টি অস্বীকার করে খুঁজে দেখবে বলে জানায়। ঘটনার তিনদিন পর বুধবার সকালে ভারতীয় সীমান্তের কাঁটাতারের পাশে মেজবাহর মৃতদেহ দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে জানায়।
ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম বলেন, মেজবাহকে ধরে নিতে বিজিবি দেখেনি। তারপরও মেজবাহর পরিবার ও স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে বিজিবি তিন দফা বিএসএফের সঙ্গে বৈঠক করে তাকে ফিরে দিতে চাপ সৃষ্টি করে। তবে বিএসএফ তাকে অপহরণের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বিজিবির সহায়তায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
