হোম ফিচার বিএনপি ১১ জানুয়ারি জনদুর্ভোগ সৃষ্টি করলে আ.লীগ প্রতিহত করবে: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক :

বিএনপি ১১ জানুয়ারি কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের ঘাটারচরে থানা আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি আবারো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের জনগণের প্রতি আস্থা আছে বলেই জনগণ আগামীতে নৌকাকে বিজয়ী করবে।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিনের মধ্যে দিয়ে দেশের বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ তা প্রমাণিত হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন