রাজনীতি ডেস্ক:
মানুষকে জিম্মি করে যারা অবরোধ করে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বলেন, তারা (বিএনপি) যতো সন্ত্রাস করবে ততোই তাদের ধ্বংস অনিবার্য।
তিনি বলেন, অবরোধ করে নিজেদের ক্ষতি করছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিকল্প পথ নেই দলটির।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, অবরোধ কোনো আন্দোলন নয়। তারা সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে। সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করছে। এটি সম্ভব নয়। মানুষ তাদের সাথে নেই।
কামরুল ইসলাম বলেন, সুস্থ নেতাকর্মীরা বিএনপির সাথে নেই, তারা নির্বাচন চায়। তারা যতো সন্ত্রাস করবে ততোই তাদের ধ্বংস অনিবার্য। মানুষকে জিম্মি করে যারা অবরোধ করে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে।