রাজনীতি ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন মুক্তিযুদ্ধের সময় পিস কমিটির সভাপতি ছিলেন বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধাসহ ঠাকুরগাঁও আওয়ামী লীগের নেতারা।
বুধবার (২১ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তায় এক প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন নেতারা।
সিরাজগঞ্জ ও বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানীসহ আওয়ামী লীগের অন্য নেতারা বক্তব্য রাখেন।
নেতারা বলেন, ‘বার বার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শেই প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে বিএনপি নেতারা। যা কোনোভাবেই কাম্য নয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মুক্তিযুদ্ধের সময় পিস কমিটির সভাপতি ছিলেন উল্লেখ করে দেশ রক্ষায় আরও একবার হাতিয়ার ধরা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। সেই সঙ্গে বিদেশে বসে তারেক জিয়া ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনার পাশে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।