হোম রাজনীতি বিএনপি পাকিস্তানের ‘এ’ আর জামায়াত ‘বি’ টিম: হানিফ

রাজনীতি ডেস্ক:

বিএনপি ও জামায়াত দল গঠনে পাকিস্তানের ভূমিকা ছিল বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন পাকিস্তানের ‘এ’ টিম আর জামায়াত ‘বি’ টিম।

রোববার (১১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতা এখন অন্য কারো হাতে যাওয়ার সুযোগ নেই। জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর।

বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির লাভ হবে না জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, প্রধানমন্ত্রীর অধীনই হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘কারো নির্বাচন নিয়ে সমস্যা থাকলে পর্যবেক্ষক পাঠান। বিদেশিরা পর্যবেক্ষক পাঠাতে পারেন। আমাদের অসুবিধা নেই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি ভাবছে মার্কিন ভিসা নীতি দেখে আমরা ভয় পাব। কিন্তু আওয়ামী লীগ এই ভিসা নীতি নিয়ে মাথা ঘামায় না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন